রয়্যাল এনফিল্ড বাইকের দাম ও মাইলেস কত, এর সুবিধা অসুবিধা কি কি?
Royal Enfield Bike রয়্যাল এনফিল্ড বাইকের দাম ও মাইলেস
দামী বিলাশ বহুল আধুনিক ও রাজকীয় বাইক হিসাবে মোটরসাইকেল চালক ও বাইক লাভারদের কাছে অতি পরিচিত ও বাইক লাভারদের স্বপ্নের বাইক এর নাম রয়্যাল এনফিল্ড। কিন্তু বাংলাদেশের বাইক লাভারদের জন্য এই স্বপ্ন এতদিন স্বপ্নই ছিল। কারণ বাংলাদেশে Royal Enfield Bike বিক্রি হতো না।
বাংলাদেশের বাজারে Royal Enfield Bike
সম্প্রতি বাংলাদেশের ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ ঘোষনা করেন যে খুব শিগ্রই তারা বাংলাদেশে রয়্যাল এনাফিল্ড আমদানি করতে চাচ্ছে। তারা রয়্যাল এনাফিল্ড এর নতুন চারটি মডেল বাংলাদেশে আমদানি করবে। এই ঘোষনার পর পরই বাইক প্রেমীরা হুমড়ি খেয়ে লাইনে দাড়িঁয়ে রয়্যাল এনাফিল্ড বাইকের অগ্রিম বুকিং দেওয়া শুরু করেছে।
রয়্যাল এনফিল্ড বাইকের দাম কেমন?
Royal Enfield Bike এর যে ৪ টি ফিচার বাংলাদেশে আমদানী করা হচ্ছে তাদের দাম পড়বে বাংলাদেশী টাকায় ৩ লাখ ৪০ হাজার থেকে শুরু করে ৪ লাখ ৩০ হাজার টাকা। সুতরাং রয়্যাল এনফিল্ড বাইক কেনার স্বপ্ন থাকলেও এর দামের দিকেও নজর দিতে হবে।
রয়্যাল এনফিল্ড Royal Enfield Bike বাইকের মাইলেজ কত?
রয়্যাল এনফিল্ড মূলত রাজকীয় ও বড়লোকের বাইক। এই বাইকের দাম যেমন বেশি ঠিক তেমনি এই বাইকের জ্বালানী খরচও অনেক বেশী বার্তমানে যে সব বাইক বাজারে আছে তার অধিকাংশ বাইক ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ কিলোমিটার মাইলেজ দিবে। শুনে অবাক হলেও এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে যাবা বাইক কিনার আগে মাইলেজ বা তেল খরচের কথা চিন্তা করেন রয়্যাল এনফিল্ড বাইক তাদের জন্য না।
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ বাইকের জনপ্রিয়তা
রয়্যাল এনফিল্ড যতগুলো বাইক বাজারে ছেড়েছে তার মধ্যে বুলেট ৩৫০ বাইকটি খুবই জনপ্রিয়। এই বাইকটি প্রথম লঞ্চ করা হয় ১৯৯২ সালের দিকে তখন থেকে এর লুক ও মাইলেজ ইঞ্জিনের শক্তি ইত্যাদি কারণে বাইকটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমান আধুনিক সময়েও বাইকটি সমানভাবে জনপ্রিয়।
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ সিসি বাইকের জনপ্রিয়তার কারণ হলো এর মাইলেজ। এটি ১ লিটার ফোয়েল খরচ করে ৩৫ থেকে ৩৮ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। আবার এতে ১৯.১ হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে। সামনে পিছনে ডিস্ক ও ড্রাম ব্রেক রয়েছে। ৫ টি স্পিড ম্যানুয়াল গিয়ার রয়েছে যা চাককের জন্য খুবই পছন্দনীয় ও উপযোগী।
অনেক পুরনো হলেও রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ সিসি বাইক জনপ্রিয়তার দিকে প্রথম অবস্থানে রয়েছে। তাছাড়া হান্টার ও ক্লাসিক মডেল খুব জনপ্রিয়।
Royal Enfield Bike রয়্যাল এনফিল্ড এর ইতিহাস যাত্রা
১৯০১ সালে মটরসাইকেল কোম্পানীর যাত্রা শুরু হয় যুক্তরাজ্যে। পরবর্তীতে ভারতের চেন্নাইয়ে ১৯৫৫ সালে রয়্যাল এনফিল্ড কোম্পানীর একটি কারখানা স্থাপন করা হয়। এবং ভারতে তা জনপ্রিয়তা লাভ করে।
মূলত এই বাইকটি অতি প্রাচীন এবং বিশ্বযুদ্ধে সৈনিকরা এই বাইক ব্যবহার করত। অপরদিকে ভারতীয় সেনাবাহিনী এই বাইক ব্যাবহারের প্রচলন সৃষ্টি করে। অনেক বেশী শক্তিশালী ও উন্নত প্রযুক্তিতে তৈরী এই বাইক পাহাড়ী উচনিচু ও প্রতিকূল পরিবেশে চলতে পারে সাবলিল ভাবে।