সব সিমের নাম্বার দেখার কোড। BD All Sim Cards Number Check Code

সব সিমের নাম্বার দেখার কোড 2024। BD All Sim Cards Number Check Code

সব সিমের নাম্বার দেখার কোড। BD All Sim Cards Number View Code

বর্তমানে বাংলাদেশে যে সকল সিম অপারেটর রয়েছে তার মধ্যে গ্রামীনফোন, এয়ারটেল, রবি, বাংলালিংক ও টেলিটক অন্যতম। সচল সব সিমের নাম্বার দেখার কোড নিম্নে দেওয়া হলো। তবে ক্ষেত্র বিশেষ  সিমের নাম্বার দেখার নিয়মের পরির্তন হতে পারে। তবে সিমের নাম্বার চেক করার কোডের পরিবর্তন হলে সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।

সব সিমের নাম্বার দেখার কোড 2024

ক্রমিক

সিম অপারেটরের নাম

ডায়েল কোড

গ্রামীন (Grameen phone) সিমের নাম্বার দেখার কোড

*2#

এয়ারটেল (Airtel) সিমের নাম্বার দেখার কোড

*2#

রবি (Robi) সিমের নাম্বার দেখার কোড

*2#

বাংলালিংক (Banglalink) সিমের নাম্বার দেখার কোড

*511#

টেলিটক  (Teletalk) সিমের নাম্বার দেখার কোড

*551#

 

সিম নাম্বার চেক করার নিয়ম

সকল সিমের নাম্বার চেক করার জন্য আপনাকে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। মোবাইল সিম অপারেটর ভেদে সিম নাম্বার চেক করার নিয়ম ভিন্ন্ হয়। মোবাইল এর সিম নাম্বার চেক করার কোড ও সিম নাম্বার বের করার উপায় বা নিয়ম সম্পর্কে নিম্নে আলাদাভাবে আলোচনা করা হলো।

গ্রামীন (Grameenphone) সিমের নাম্বার চেক করার কোড

বাংলাদেশের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মোবাইল সিম অপারেটররের মধ্যে গ্রামীন ফোন এক নাম্বার অবস্থানে রয়েছে। যারা অন্য অপারেটরের সিম ব্যবহার করেন তারা হঠাৎ করে গ্রামীন সিমের নাম্বার চেক করার কোড জানেন না তাদের জন্য আজকে আমরা বলবো কিভাবে গ্রামীন সিমের নাম্বার চেক করতে হয়। প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়েল প্যাডে গিয়ে *2# ডায়েল করে একটু সময় অপেক্ষা করলেই  আপনার গ্রামীন সিমের নাম্বারটি দেখতে পাবেন।

রবি (Robi) সিমের নাম্বার দেখার কোড

এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম ও কোড গ্রামীন সিমের মতই। আপনি যে সিমের নাম্বার দেখবেন সেই সিমটি যে ফোনে আছে সেই ফোনের ডায়েল প্যাড অপেন করে শুধু ডায়েল করুন *2# তাহলে আপনার রবি সিমের নাম্বার দেখতে পারবেন।

এয়ারটেল (Airtel) সিমের নাম্বার দেখার নিয়ম

গ্রামীন, রবি ও এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড ও নিয়ম একই। গ্রামীন ও রবি সিমের মতো এয়ারটেল অপারেটর *2# ডায়েল করে খুব সহজে নাম্বার দেখবে পারবে।

বাংলালিংক (Banglalink) সিমের নাম্বার দেখার কোড

বাংলালিংক সিম ব্যবহারকারী নিজের বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য মোবাইলের ডায়েল প্যাডে গিয়ে *511# ডায়েল করলে নিজের সিমের নাম্বার দেখতে পারবে। রবি, গ্রামীন ও এয়ারটেল এর চেয়ে বাংলালিংক সিমের নিজের নাম্বার দেখার কোড একটু ভিন্ন তবে পদ্ধতি একই।

টেলিটক  (Teletalk) সিমের নাম্বার দেখার কোড

বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন বা সরকারী সিম অপারেটরের মধ্যে একমাত্র হলো টেলিটক এবং এটির নেটওয়ার্ক অনেক দুর্বল হওয়ার কারণে এই সিম খুব বেশি ব্যবহার হয় না। তবে সরকারী চাকরির পরিক্ষার আবেদনের  ফি পরিশোধের জন্য এই সিম থাকা বাধ্যতামূলক। টেলিটক সিমের নিজের নাম্বার চেক করার জন্য মোবাইলের কিপেড থেকে ডায়েল করবেন *551# তাহলেই আপনার সামনে আপনার সিমের নাম্বারটি প্রদর্শিত হবে।

BD All Sim Cards Number Check Code


বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধার কারণে মানুষের স্বরণ শক্তি কিছুটা হ্রাস পেয়েছে। যেমন যখন নিজের মোবাইল ফোন ছিল না তখন আত্মিয় স্বজনের মোবাইল নাম্বার আমরা মুখস্ত করে রাখতাম। আর এখন দেখা যায় যে নিজের মোবাইল নাম্বার প্রয়োজনের সময় অনেকেই বলতে পারে না। কারণ প্রাথমিকভাবে যে নাম্বার ব্যবহার করা হয় তা মনে থাকলেও পরবর্তীতে প্রয়োজনে একধিক অপাটারের ভিন্ন ভিন্ন নাম্বার থাকার কারণে মোবাইল নাম্বার মনে থাকে না। তাই আজকে আমরা জানবো কিভাবে আপনি কোড ডায়েল করে আপনার সব সিমের নাম্বার দেখতে পারেন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন ও জন্য তথ্য যাচাই করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url