অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ও সংশোধন। Online Birth Certificate Check and Correction

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ও সংশোধন। Online Birth Certificate Check and Correction

ডিজিটাল বাংলাদেশে জন্ম নিবন্ধন Birth Certificate বা জন্ম সনদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক নাগরিকের ডিজিটাল ও সঠিক জন্ম নিবন্ধন থাকা অত্যান্ত জরুরী। ২০০৭ সালে জন্ম তথ্য হালনাগাত বা সংগ্রহ করা হয়। তখন দেশের সকল নাগরিকের জন্য নিবন্ধন করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে। কিন্তু তথ্য সংহকারীর অবহেলা ও জনগণের গুরুত্ব না দেওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ নাগরিকের Birth Certificate ভুল তথ্য লিপিবদ্ধ আছে। প্রয়োজনের তাগিদে অনেকেই তাদের তথ্য ইউনিয়ন পরিষদে গিয়ে সংশোধন করেছে আবার অনেকে করে নাই। আগে হাতে লেখা Birth Certificate সব জায়গায় ব্যাবহার হলেও এখন আর হয় না। এখন ডিজিটাল জন্মনিবন্ধন বা কম্পিউটারের লেখা জন্ম সনদ লাগে।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

আপনার নিজের Birth Certificate ডিজিটাল বা সঠিক তথ্য আছে কিনা যেমন- আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ ইত্যাদি তা আপনি নিজে নিজেই ঘরে বসে Online Birth Certificate Check and Correction মাধ্যমে আপনার মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবেন। আপনি নিজে কিভাবে অনলাইনে আপনার Jonmo Nibondon বা সনদ Jonmo Sonod যাচাই করতে পারেন তা নিচে ছবি সহ দেখানো হলো।

Online Birth Certificate Check যাচাই করার জন্য আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের যে কোন ইন্টারনেট ব্লাউজার অপেন করে সার্চ বারে লিখবেন everify.bdris.gov.bd  এটা লেখে এন্টার বা সার্স করলে প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তখন আপনার সামনে বাংলাদেশ সরকারের লগো সহ একটা সাইট অপেন হবে। এখানে বাম পাশে একটা খালি বক্স থাকবে উপরে লেখা থাকবে Birth Registration Number এখানে আপনার ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নাম্বার লিখতে হবে।

এর নিচে অন্য একটি খালি বক্স থাকবে সেখানে লেখা আছে Date of Birth (YYY-MM-DD) এখানে আপনি আপনার জন্ম তরিখ দিবেন যেভাবে জন্ম নিবন্ধনে লেখা আছে। তবে এখানে জন্ম তারিখ লেখতে একটু সমস্যা হতে পারে। এখানে একটি ক্যালেন্ডার অপেন হবে সেখান থেকে জন্ম তারিখ দিতে হবে। আমি আপনার জন্য সহজ করে দিচ্ছি মনে করেন আপনার জন্য ২৫শে ডিসেম্বর ২০০০ ইং। তাহলে আপনি প্রথমে আপনার জন্ম সাল দিবেন, তারপর মাস দিবেন, তারপর দিন যেমন- ২০০০-১২-২৫ এভাবে সরাসরি দিয়ে দিলেই হবে।

নিচে আর একটি খালি বক্স দেখা যাবে লেখা আছে The answer is এর উপরে ঝাপসা অক্ষরে যোগ বিয়োগ অংক দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে সঠিক উত্তর নিচের বক্সে লিখতে হবে। যেমন- লেখা আছে 80-6=? তারমানে সঠিক উত্তর হবে 74 আপনি খালি বক্সে 74 লেখবেন। তারপর নিচে লেখা থাকবে Search ও Clear আপনার সকল তথ্য ইনপুট করা হয়ে গেলে Search এ ক্লিক করবেন এবং একটু সময় অপেক্ষা করুন। আপনার দেওয়া তথ্য সঠিক হলে আপনার Jonmo Nibondon এর যাবতীয় তথ্য আপনি দেখতে পারবেন এবং প্রয়োজন হলে প্রিন্ট করতে পারবেন। এখানে একটা QR কোড দেওয়া থাকবে সেটা স্ক্যান করেও আপনি আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখতে পারবেন।

একই পদ্ধতি ব্যাবহার করে আপনি যে কোন মৃত্যু সনদ যাচাই করতে পারবেন। মৃত্যু সনদ যাচাই করার জন্য দেখবেন ডান  পার্শ্বে লেখা থাকবে Click here to verify birth record এখানে ক্লিক কর উপরের দেওয়া পদ্ধতি অনুসরণ করে আপনি যে কোন মৃত্যু সনদ যাচাই করতে পারবেন।

অনেকসময় আপনার কাছে ডিজিটাল বা কম্পিউটারের লেখা জন্ম নিবন্ধন দিয়ে দিবে ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু তারা যদি তা অনলাইনে আপডেট না করে তাহলে আপনি দেখতে পারবেনে না। আর আপনার জন্ম সনদ Jonmo Sonod যদি অনলাইনে না দেখা যায় তাহলে এটার কোন মূল্য নেই। তাই আমি পরামর্শ দিবো আপনারা আপনাদের কাছে থাকা Jonmo Sonod নিজে নিজে যাচাই করে দেখতে পারেন। যদি অনলাইনে আপডেট না থাকে তবে খুব তারতারি আপডেট করে নিন।

জন্ম সনদ বা জন্ম নিবন্ধন এর প্রেয়োজনীতা

শিশুর জন্মের সাথে সাথে তার জন্য বাংলাদেশ সরকার ফ্রিতে জন্ম সনদের ব্যবস্থা করে থাকে। আর জন্মের পর প্রত্যেকটা জায়গায় তার জন্ম নিবন্ধন জরুরী। যেমন-

১। জন্ম সনদ Jonmo Sonod শিশুর পিতা মাতার পরিচয় এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকে।

২। শিশুর জন্মের পর ঠিকা দেওয়া বা কোন সরকারী সুযোগ সুবিধা ভোগ করতে জন্ম সনদ প্রয়োজন হয়।

৩। শিক্ষা প্রতিষ্টানে ভর্তি হওয়ার জন্য জন্ম নিবন্ধন অত্যাবশ্যক।

৪। Jonmo Nibondon তথ্যের উপর নির্ভর ছাত্র ছাত্রীদের নাম, পিতা মাতার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ বা বয়স নির্ধারণ করা হয়।

৫। বিবাহ, বিদেশ গমন, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, চাকরি গ্রহন, জমি ক্রয় বিক্রয় ইত্যাদি ক্ষেত্র ১৮ বছরের কম বয়সী বাংলাদেশী নাগরিক যাদের ভোটার আইডি কার্ড হয় না তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অবশ্যই থাকতে হবে।

Jonmo Nibondon বা সনদে তথ্য দেওয়ার সময় সাবধানতার সাথে দিবেন। যাতে ভুল না হয় তথ্য ভুল হলে তা পরিবর্তন করা খুবই কঠিন। বর্তমানে জন্য তারিখ সংশোধন করা সাময়িক ভাবে বন্ধ আছে। তাই পরবর্তী সময়ে যাতে হয়রানীর স্বীকার হতে না হয় তাই সময় থাকতে সঠিক তথ্য দিয়ে শিশুর জন্য সনদ বা নিবন্ধন তৈরী করুন এবং নিজের জন্ম সনদের তথ্য যাচাই করে সংশোধন করুন।

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন Online Birth Certificate Correction

অনলাইনে জন্ম নিবন্ধন বা সনদের ভুল থাকলে আবেদন করা যায়। তবে সংশোধনের সম্পূর্ণ প্রকৃয়া শেষ করতে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদের ও উপজেলা ইউএনও অফিসের সহায়তা লাগবে। আপনি অনলাইনে সংশোধনের জন্য bdris.gov.bd/br/correction এই লিংকে ক্লিক করে প্রয়োজনী তথ্য দিয়ে লগইন করবেন।

তারপর আপনার যাবতীয় তথ্য দিয়ে যে বিষয় সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়টা উল্লেখ করতে হবে। তবে আপনার জন্ম যদি ০১/০১/২০০১ ইং তারিখের পর হয় তাহলে পিতা মাতার নাম বা তথ্য সংশোধনের জন্য আপনার পিতা মাতার জন্ম সনদের কপি আপলোট করতে হবে। আর যদি এই তারিখের আগে জন্ম হয় তাহলে কোন ডকমেন্ট জমা দিতে হবে না। আবেদন ফরম পূরন করার পর তা প্রিন্ট করতে হবে।

আবেদনের প্রিন্ট কপির সাথে ছবি সংযুক্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দ্বায়িক্তপ্রাপ্ত লোকের কাছে জমা দিয়ে সচিব, মেম্বার ও চেয়ারম্যানের সিল সহ স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাচন অফিস বা ইউএনও অফিসে জমা দিয়ে আসতে হবে। তারা আপনার আবেদনটি যাচাই বাছাই করে যদি অনলাই অনুমোদন করে তাহলে তা সংশোধন হয়ে যাবে। এবং আপনি তা ইউনিয়ন পরিষদ থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন।

তবে বর্তমানে বয়স সংশোধন বা কম বেশী করার আবেদন গ্রহন করা হয় না। তা সাময়িকভাবে Online Birth Certificate Correctionবন্ধ আছে। পরবর্তীতে যখন বয়স সংশোধনের আবেদন গ্রহণ করা হবে তখন জানিয়ে দেওয়া হবে। মনে রাখতে হবে বর্তমানে Jonmo Sonod বা জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই এটাকে নিয়ে অবহেলা করা ঠিক না । যারা ভুক্তভোগী তারা বুঝতে পারে এটার জন্য কত কষ্ট করতে হয়। আর অনলাইনে বা সোসাল মিডিয়ায় কিছু প্রতারক মানুষের সমস্যার সুযোগ নিয়ে বয়স সংশোধন বা ভোটার আইডি কার্ড সংশোধনের কথা বলে টাকা হতিয়ে নেয়; এদের থেকে সাবধান থাকবেন। আর ভোটার এনআইডি কার্ড সংশোধন বা হাড়িয়ে গেলে আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন বা বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে সরাসরি যাবেন। দালালের সাহায্য নিবেন না দালাল আপনার কাজ করতে পারবে না। আপনার সময় অপচয় হবে এবং অর্থের অপচয় হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url