জান্নাত নামের অর্থ কি? জান্নাত নামের মেয়েরা কেমন হয়?
জান্নাত অর্থ কি? জান্নাত নামের আরবী অর্থ কী। Jannat নামের মেয়েরা কেমন স্বভাবের হয়?
জান্নাত
নামটি খুবই জনপ্রিয় এবং মুসলিম পরিবারের মেয়েদের নাম জান্নাত রাখা হয়। জান্নাত কথাটি
আরবী শব্দ এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেক মুসলিম দেশে জান্নাত নামিটি সন্তানের নাম হিসাবে
মানুষের প্রথম পছন্দ। সাধারণত মেয়েদের নাম জান্নাত রাখা হলেও কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের
নাম জান্নাত রাখা হয়।
জান্নাত নামের অর্থ কি? Jannat Name Meaning
বাংলাদেশের
প্রেক্ষাপটে জান্নাত নামটি খুবই জনপ্রিয়। নামটি জনপ্রিয় হওয়ার কারন এই নামে একটা আভিজাত্য
ও মাধুর্য্য রয়েছে। জান্নাত আরবী শব্দ এর অর্থ
মনোরম স্থান, উত্তম জায়গা, বাগান বা উদ্যান, কানন বা পরম সুখের স্থান। ফারসী ভাষায়
জান্নাত Jannat কথাটির অর্থ হলো বেহেশত।
ইসলাম
ধর্মের বিশ্বাস অনুযায়ী মানুষ খারাপ কাজ করলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তাকে
নিক্ষেপ করা হবে জাহান্নামে। আর ভালো কাজ করলে আল্লাহ তার পূণ্যবান বান্দাদের পুরস্কার
সিহাবে দিবেন জান্নাত যা চির শান্তির জায়গা এবং এখানে বান্দা আজীবন বসবাস করবে।
তাই
জান্নাত নামটি ভালো অর্থে বা শান্তির স্থান হিসাবে বিবেচনা করা হয় এবং বাচ্চাদের নাম
রাখার ক্ষেত্রে মুসলিম সমাজে জান্নাত নামটি সবার
পছন্দের শীর্ষে।
জান্নাত কি আরবী বা ইসলামীক নাম?
অবশ্যই
জান্নাত নামটি আরবী এবং ইসলামী নাম। জান্নাত নামের অর্থ হলো উদ্যান বা বাগান। বা পুষ্পসজ্জিত
বাগান। ফার্সী ভাষায় এই নামের অর্থ বেহেশত যা বাংলা ভাষায় পরম স্থায়ী সুখের স্থান হিসাবে
বিবেচনা করা হয়। তাই আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহেলে, আপনার সন্তানের
নাম রাখার ক্ষেত্রে আপনি জান্নাত নামটি পছন্দ করতে পারেন।
জান্নাত (Jannat) ছেলেদের নাকি মেয়েদের নাম ?
ভারত,
বাংলাদেশ, পাকিস্থান, কাতার, ডুবাই সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এই নামের প্রচলন
রয়েছে। জান্নাত নামটি খুবই সুন্দর অর্থপূর্ণ নাম। এই নামের অর্থ হলো পুষ্পের বা ফুলের বাগান, সুখের স্থান, স্বর্গ। নামটি সাধারণত
মেয়েদের নাম হিসাবে বহুল প্রচলিত। তবে কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের জান্নাত নাম রাখার
প্রচলন রয়েছে। তবে এটা খুবই সামান্ন, জান্নাত নামটি মেয়েদের জন্যই উপযুক্ত।
জান্নাত নামের মানুষের আচারণ কেমন ?
জান্নাত
নামটি খুবই মর্যাদাবান ও অর্থবহ, এই নামের মেয়েরা খুবই বিনয়ী ও সত্যবাদী হয়। তাদের
ব্যবহারে কোমলতা লক্ষ্য করা যায়। জান্নাত নামের মেয়েদের অন্যতম গুণ হলো তারা খুবই পরোপকারী
হয়ে থাকে তাদের মধ্যে অসহায় মানুষের প্রতি টান লক্ষ্য করা যায়।
মানুষের
আচরণ তার নামের উপর নির্ভর করে না। চরিত্র বা ব্যাবহার ব্যক্তির সতন্ত্র বৈশিষ্ট্য
যা সে সমাজ, পরিবার, ও নিজের মেধার মাধ্যমে লাভ করে। অনেক সময় মানুষের নামের সাথে কাজের
কোন মিল খুজেঁ পাওয়া যায় না। তবে জান্নাত নামের মেয়েরা অনেক ধার্মিক ও সদগুণের অধিকারী
হয়।
জান্নাত নামটি রাখা ঠিক হবে কিনা ?
আপনার
শিশু সন্তানের নাম রাখার ক্ষেত্রে কখনোই অন্যের উপর নির্ভশীল হবেন না বা ইন্টারনেটের
মাধ্যমে তথ্য নিবেন না। তবে নাম রাখার ক্ষেত্রে ইন্টারনেট থেকে তথ্য নিতে পারেন। এবং
আপনার পাশ্ববর্তী কোন মসজিদের ইমাম, আলেম, মোহাদ্দিস বা ইসলামী জ্ঞান সম্পন্ন কোন মানুষের
কাছে গিয়ে পরামর্শ করবেন।
তবে
হ্যা জান্নাত নামিটি একটি সুন্দর আরবী অর্থবহ নাম। জান্নাত নামের অর্থ বাগান, সুখের
স্থান, ফুলের বাগান তাই আপনি আপনার শিশু সন্তানের নাম জান্নাত রাখতে পারেন।
জান্নাত নামের ইংরেজি ও বাংলা বানান
জান্নাত
নামের ইংরেজি বানান হলো Jannat ইংরেজিতে Jannat এর অর্থ করলে হবে Flowers Garden,
Paradise । আর বাংলাতে জান্নাত নামটি অনেকে জান্নাতুল লিখে থাকে।
জান্নাত নামের সাথে সম্পর্কিত বিষয়
পবিত্র
কোরআনে ৮ টি জান্নাতের কথা উল্লেখ করা হয়েছে। মানুষ ভালো কাজ করলে বা সৃষ্টিকর্তার
দেওয়া আদেশ নিষেধ মেনে চললে পুরষ্কার হিসাবে আল্লাহ বান্দাকে জান্নাতে দিবেন। আর ৮
টি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তাছাড়া আরো দুটি রয়েছে
জান্নাতুল মাওয়া ও জান্নাতুল আদন।
তবে
বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ও তোমাদের পিতার নামে তোমাদের ডাকা হবে। তাই সন্তানের
সুন্দর নাম রাখার জন্য তিনি তাগিদ দিয়েছেন।
জান্নাত
নামটি অর্থবহ থাকার কারণে এই নামের ব্যাপক প্রচলন রয়েছে। জান্নাত নামের অনেক বিখ্যাত
মানুষ রয়েছে। তবে জান্নাত নামের মানুষের সম্পর্কে খুব বেশী বিরূপ মন্তব্য দেখা যায়
না। তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। তবে সবদিক চিন্তা করলে জান্নাত নামের পজেটিভ দিক
সবচেয়ে বেশী।
জান্নাত দিয়ে মেয়েদের
কিছু নাম
জান্নাত
নামটি তিন অক্ষরের একটি সংক্ষিপ্ত নাম। এই নামটি সাধারনত ডাক নাম হিসাবে ব্যবহার করা
হয়। তবে আপনার সন্তানের নাম রাখার ক্ষেত্রে জান্নাত নামের সাথে যোগ করে আরো কিছু নাম রাখতে পারেন যেমন-
১।
জান্নাতুল ফেরদৌসী
২।
জান্নাতুল মাওয়া
৩।
আরিফা জান্নাত
৪।
মিফতাহুল জান্নাত
৫।
নূরে জান্নাত
৬।
সুমাইয়া জান্নাত
৭।
আফরিন জাহান জান্নাত
৮।
সাদিয়া জান্নাত
৯।
জাইমা জান্নাত
১০। জান্নাতুল আদন
জান্নাত নামের সাথে যুক্ত কিছু ছেলেদের নাম
১।
ফেরদৌস
২।
জায়ান
৩।
জুবায়ের
৪।
যায়িদ
৫।
জুনায়েদ
৬।
জাহিদ
৮।
জহির
৯।
জামিল
১০।
জিন্নাহ
মানুষ
সৃষ্টির সেরা জীব তাই তাকে আশরাফুল মাখলুকাত বলা হয়। মানুষ একমাত্র জীব যার সতন্ত্র
নাম ও পরিচয় রয়েছে। তাই সন্তান জন্মগ্রহণের পর তার জন্য সুন্দর ও অর্থবহ নাম করণ করা
প্রত্যেক পিতা মাতার দায়িত্ব। নাম করণের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছেলে বা
মেয়ে শিশু সন্তানের নাম যাতে সুন্দর ও অর্থবহ হয়। ইসলাম ধর্মের অনুসারী মুসলিম সম্প্রদায়
তাদের সন্তানের নামকরণের ক্ষেত্রে ইসলামী নাম বা আরবী অর্থবহ নাম রাখতে পছন্দ করে।