সোনা কত গ্রামে এক ভরি? সোনার পরিমাপ ও ক্যারেট নির্ধারণ কিভাবে হয়?
সোনা কত গ্রামে এক ভরি? সোনার পরিমাপ ও ক্যারেট নির্ধারণ কিভাবে হয়?
প্রাচীনকাল
থেকেই সোনার ব্যবহার হয়ে আসছে। সোনা হলুদ বর্ণের চকচকে স্থায়ী একটি ধাতু তাই একে বিনিময়
ও অলংকার হিসাবে ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্টানে সোনা কেনাকাটা করতে হয়। অনেকে জানে
না সোনার পরিমাপ কিভাবে করা হয় বা সোনা কত গ্রামে এক ভরি হয়। অথবা সোনার ক্যারেট কিভাবে
নির্ধারন করা হয়। কত গ্রামে এক ভরি হয় তা নিচে দেওয়া হলো।
সোনা বা স্বর্ণ খুবই মূল্যবান ও প্রয়োজনীয় একটি ধাতু তাই সোনার পরিমাপ, রতি, আনা, ভরি, গ্রাম, আউন্স ইত্যাদি সম্পর্কে ধারণা থাকা অত্যান্ত জরুরী। সোনা কত গ্রামে এক ভরি হয় তা নিম্নে আলোচনা করা হলো।
সোনা পরিমাপের আন্তর্জাতিক
পদ্ধতি বা কত গ্রামে এক ভরি
- ৮ আনা = ৫.৮৩২ গ্রাম
- ১৪ আনা = ১০.২০৬ গ্রাম
- ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম
অর্থাৎ সোনা ১১.৬৬৪ গ্রামে
১ ভরি হয়।
গ্রামের হিসাবে যাদি
আপনার কাছে ১১.৬৬৪ গ্রাম স্বর্ণ বা সোনা থাকে তাহলে আপনি বলতে পারবেন যে আপনার কাছে
১ ভরি সোনা আছে। এখন থেকে আপনি বলতে পারবেন যে সোনা কত গ্রামে এক ভরি হয়।
আবার, আউন্স হিসাবে কত
গ্রামে এক ভরি
- ১ আউন্স = ২৮.৩৮৯৫ গ্রাম
- ১ আউন্স = ২.৪৩০৫ ভরি
- ১ ভরি = ০.৪১১৪৩ আউন্স
প্রচলিত দেশীয় হিসাবে
স্বর্ণ বা সোনা পরিমাপের একক
- ৬ রতি = ১ আনা
- ৯৬ রতি= ১ ভরি
- ১৬ আনা= ১ ভরি
পয়েন্ট হিসাবে সোনার
হিসাব ও ওজন নির্ধারণ বা কত গ্রামে এক ভরি
- ১ রতি = ১০ পয়েন্ট
- ১ ভরি = ৯৬০ পয়েন্ট
একটি সূত্রের মাধ্যমে
আমরা সহজেই সোনার হিসাব বের করতে পারি
যেমন- (আনা / ১৬) + (রতি
/ ৯৬) + (পয়েন্ট / ৯৬০) ভাগ করতে হবে।
এখন আপনার একটি চেইন
এর ওজন যদি হয় ১০ আনা, ৬ রতি, ৭ পয়েন্ট তাহলে এই চেইনের মোট কত ভরি স্বর্ণ আছে ও তার
দাম কত তা কিভাবে বের করব নিচে লক্ষ্য করুন।
=(১০/১৬) + (৬/৯৬) +
(৭/৯৬০)
= (০.৬২৫ + ০.০৬২৫ +
০.০০৭২৯)
= ০.৬৯৪৭৯ ভরি
প্রতি ভরি সোনার দাম
যদি ১০০০০০ টাকা হয় তাহলে আপনার সোনার চেইনের দাম হবে
১০০০০০ x ০.৬৯৪৭৯ = ৬৯৪৭৯
টাকা
স্বর্ণের ক্যারেট বা
খাটি সোনা চিনার উপায়
নিজেদের
প্রয়োজনে যখন স্বর্ণ অলংঙ্কার তৈরীর বা কেনার প্রয়োজন পরে তখন স্বর্ণকারের কাছে গেলে
কমন একটা কথা শুনা যায় তা হল দাদা কত ক্যারেটের স্বর্ণ কিনবেন? তখন আমরা অনেকেই বুঝি
না তাই আপনারদের জন্য ক্যারেটের হিসাব আলোচনা করা হলো।
ক্যারেট
বলতে সোনায় খাটি সোনা ও খাদের পরিমাণকে বুঝায় অর্থাৎ কত ক্যারেটের সোনায় কতটুকু সোনা
ও কতটুকু খাদ থাকবে তা নির্ধারণ করে। তবে মনে রাখতে হবে অলঙ্কার তৈরী করতে হলে তাতে
খাদ থাকতে হবে খাদ না থাকলে তা দিয়ে অলংকার তৈরী করা যায় না অলংকার বানালে তা ভেঙ্গে
যাবে।
- ২৪ ক্যারেট এর বারে সোনার পরিমাণ= ৯৯.৯৯ ভাগ ও খাদের পরিমাণ= ০.০১ ভাগ
- ২২ ক্যারেট এর বারে সোনার পরিমাণ= ৯১.৬০ ভাগ ও খাদের পরিমাণ= ৮.৪০ ভাগ
- ২১ ক্যারেট এর বারে সোনার পরিমাণ= ৮৭.৫০ ভাগ ও খাদের পরিমাণ= ১২.৫০ ভাগ
- ১৮ ক্যারেট এর বারে সোনার পরিমাণ= ৭৫.০০ ভাগ ও খাদের পরিমাণ= ২৫.০০ ভাগ
- ১৪ ক্যারেট এর বারে সোনার পরিমাণ= ৫৮.৫০ ভাগ ও খাদের পরিমাণ= ৪১.৫০ ভাগ
- ১০ ক্যারেট এর বারে সোনার পরিমাণ= ৪১.৭০ ভাগ ও খাদের পরিমাণ= ৫৮.৩০ ভাগ
সোনার
অলঙ্কার বা বার কিনার সময় এর গায়ে খোদায় করা নাম্বার দেখে স্বর্ণ চেনা যায় যেমন- ৮৭৫
লেখা থাকলে তা ২১ ক্যারেট এর সোনা, ৯১৬ থাকলে তা ২২ ক্যারেট এর সোনা এবং ৯৯৯৯ লেখা
থাকলে তা ২৪ ক্যারেট এর সোনা। আর এটি হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত পরিমাপ।
সোনা
বা স্বর্ণের দাম সব সময় স্থির থাকে না এর দাম দিন দিন বেড়েই চলছে এবং ধারনা করা হয়
যে বাড়তেই থাকবে। তাই সোনার বর্তমান বাজার মূল্য সম্পর্কে কোন তথ্য দেওয়া সম্ভব হচ্ছে
না। সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারের সাথে নির্ভর করে কম বেশী হয়। আপনি যখন সোনা
ক্রয় করবেন এর পূর্বে অবশ্যই তখনকার বাজার মূল্য জেনে যাবেন। আর সোনা কত গ্রামে এক
ভরি, কত আনায় এক ভরি, কত পাউন্ডে এক ভরি তা উপরে উপস্থাপন করা হয়েছে। সোনা পরিমাপের
একক কোন সময় পরিবর্তন হয় না। এবং সোনার ক্যারেটের পরিমাণ একই থাকে।
কত গ্রমে এক ভরি হয় এই সম্পর্কে ভিডিও
শেষ
কথা আপনার যদি প্রচুর সম্পদ বা টাকা থাকে তবে আপনি সম্পত্তি বা সোনা কিনে রাখতে পারেন
কারণ এগুলো কখনো নষ্ট বা ক্ষতি হয় না। আর গহনা কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে সোনার
পরিমাপ বা সোনা কত গ্রামে এক ভরি হয়। কত গ্রামে এক ভরি হয় তা না জানলে আপনার জানতে
হবে কত আনা এক ভরি বা কত রতিতে এক ভরি হয়। তবে আন্তর্জাতিক হিসাবে গ্রাম হিসাবে সোনা
বিক্রি করা হয় তাই অবশ্যই জানা আবশ্যক কত গ্রামে এক ভরি হয়।