আরিয়ান নামের অর্থ কি? Ariyan Name Meaning
আরিয়ান নামের অর্থ কি? আরিয়ান কি ইসলামীক নাম। Ariyan Name Meaning in Bangla, English and Arabic
সন্তান
জন্মের পর পিতা মাতার প্রথম ও প্রধান দায়িত্ব হালো সন্তানের জন্য একটি নাম রাখা। নাম
অবশ্যই সুন্দর ও অর্থবহ হতে হবে। শুনতে সুন্দর হলেই সেই নাম সন্তানের জন্য রাখা ঠিক
না অবশ্যই নামের সঠিক অর্থ ও মানে জেনে রাখা উচিত।
আজকে
আমরা আলোচনা করব আরিয়ান (Ariyan)নামের অর্থ কি? Aryan কী আরবী নাম এবং আরিয়ান নামের মানুষের আচার আচরণ কেমন হয়।
Ariyan নামের অর্থ কি? আরিয়ান Name Meaning
বাংলাদেশ
সহ পাকিস্তান, ভারত, ইরান, ইরাক, কাতার, উমান, সৌদি আরব সহ মুসলিম বিশ্বে খুবই জনপ্রিয় একটি নাম আরিয়ান। আরিয়ন
নামটি ছেলেদের জন্য খুবই সুন্দর ও অর্থবোধক একটি নাম। আরিয়ান (Ariyan) নামের অর্থ হলো উন্নত জীবন, বিখ্যাত, উচ্চ বংশ, প্রসংশিত,
মর্যাদাবান, সোনালী জীবন।
আরিয়ান কি আরবী বা ইসলামীক নাম?
আরিয়ান
নামটি একটি আরবী ভাষার শব্দ। Ariyan নামটি একটি ইসলামীক নাম এবং মুসলিম বিশ্বে আরিয়ান
নামটি ব্যাপক প্রচলিত। তবে এশিয়া মহাদেশে এই
নামটির প্রচলন সবচেয়ে বেশী। আরিয়ান নামের অর্থ উন্নত চরিত্র, উন্নত জীবন। তাই এই নামটি
ইসলাম বিরোধী নয় এবং আরিয়ান নামে কোন শিরক নেই। তাই মুসলিম পরিবারের ছেলে সন্তানের
নাম আরিয়ান রাখা যেতে পারে।
আরিয়ান নামটা কেমন জনপ্রিয় উচিত ?
সৌদি
আবর, কাতার, উমান, পাকিস্থান, ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে ছেলে সন্তানের নাম আরিয়ান
রাখা হয়। এবং আরিয়ান ছেলেদের জন্য খুব সুন্দর ও অর্থবহ নাম। তাই আপনার ছেলে সন্তানের
নাম আরিয়ান রাখতে পারেন।
আরিয়ান নামের ছেলেরা
কেমন স্বভাবের হয়?
মানুষের
আচার ব্যবহার ও চরিত্র নামের উপর নির্ভর করে না। মানুষ তার আচার ব্যবহার নিজেই নিয়ন্ত্রন
করে সমাজ , পরিবেশ ও পরিবারের উপর অনেকটা আচারণ নিয়ন্ত্রন করে। তবে সার্বিক বিবেচনায়
ধারণা করা হয় আরিয়ান নামের ছেলেরা খুবই বুদ্ধিমান ও উন্নত চরিত্রের অধিকারী হয়। এবং
তাদের আচার ব্যবহার খুবই মার্জিত হয়ে থাকে।
আরিয়ান নামটি রাখা যাবে কিনা?
আপনার
শিশু সন্তানের নাম রাখার ক্ষেত্রে কখনোই অন্যের উপর নির্ভশীল হবেন না বা ইন্টারনেটের
মাধ্যমে তথ্য নিবেন না। তবে নাম রাখার ক্ষেত্রে ইন্টারনেট থেকে তথ্য নিতে পারেন। এবং
আপনার পাশ্ববর্তী কোন মসজিদের ইমাম, আলেম, মোহাদ্দিস বা ইসলামী জ্ঞান সম্পন্ন কোন মানুষের
কাছে গিয়ে পরামর্শ করবেন।
তবে
আরিয়ান নামটি যেহেতু আরবী ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই নামের অর্থ উন্নত চরিত্র,
প্রসিদ্ধ সেই হিসাবে ছেলে সন্তানের জন্য আরিয়ান নাম রাখা উত্তম।
আরিয়ান নামের বাংলা ও ইংরেজি বানান
আরিয়ান
নামের ইংরেজি বানান হলো Ariyan বা অনেক সময় Aryan লেখা হয়। Ariyan নামের ইংরেজি অর্থ
হলো Wariow বা High Born । অর্থাৎ আরিয়ান নামের মাধ্যমে অনেক উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন
মানুষ হিসাবে বিবেচনা করা হয়।
আরিয়ান নামের বিখ্যাত ব্যক্তি
ও মনিষি
বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ও তোমাদের পিতার নামে তোমাদের ডাকা হবে। তাই সন্তানের
সুন্দর নাম রাখার জন্য তিনি তাগিদ দিয়েছেন।
আরিয়ান
নামের সাথে মিল রেখে অনেক নাম রাখা হয়। সারা বিশ্বে অনেক নামী ও গুণি ব্যাক্তি হয়েছে
আরিয়ান নামে। তবে আমি মনে করি নাম মানষেকে বড় করতে পারে না বরং মানুষ তার কর্ম ও সৃষ্টির
মাধ্যমে মানুষের মাঝে তার নিজের নামকে বিখ্যাত করে।
আরিয়ান নামের সাথে সম্পর্কযুক্ত
কিছু নাম
আরিয়ান
নামটা মূলত সংক্ষিত বা ডাকনাম হিসাবে ব্যাবহার করা হয়। আপনার সন্তানের নাম আরিয়ান রাখার
ক্ষেত্রে সুবিধার জন্য আরিয়ানের সাথে সম্পর্কযুক্ত কিছু নামের ধারণা দেওয়া হলো।
১।
আরিয়ান ইসলাম
২।
আরিয়ান মাহমুদ
৩।
আরিয়ান আহম্মেদ
৪।
ইকবাল আরিয়ান
৫।
আল আমিন আরিয়ান
৬।
আরিয়ান শুভ
৭।
আবরাব আরিয়ান
৮।
আরিয়ান খান
৯।
আরিয়ান ফারদিন
১০।
আরিয়ান হাসান
আরিয়ানের সাথে সম্পর্কযুক্ত
মেয়েদের নাম
১।
আরিয়ানা
২।
আরিফা
৩।
আছিয়া
৪।
আয়েশা
৫।
আমরিন
৬।
আয়েশা
৮।
আয়াত
৯।
আফরিন
১০।
আনিকা
সন্তানের
নাম রাখার পূ্র্বে অবশ্যই সতর্ক থাকবেন। বর্তমানে মানুষের অজ্ঞতার কারণে অনেক সময় দেখা
যায় অনেক মুসলিম পরিবারের সন্তানের নাম হিন্দু ও খ্রিষ্টানের নামের সাথে মিল রেখে রাখা
হয়। যে সব নামের কোন ইসলামী অর্থ থাকে না। এবং নাম শুনে বুঝা যায় না যে সে কোন ধর্মের
মানুষ। যেমন কিছু কমন নাম হলো-
১।
শান্ত
২।
রকি
৩।
পিন্টু
৪।
রনি
৬।
জনি
৭।
আকাশ
৮।
হাবু
৯।
রতন
১০।
মানিক
মানুষ
সৃষ্টির সেরা জীব তাই তাকে আশরাফুল মাখলুকাত বলা হয়। মানুষ একমাত্র জীব যার সতন্ত্র
নাম ও পরিচয় রয়েছে। তাই সন্তান জন্মগ্রহণের পর তার জন্য সুন্দর ও অর্থবহ নাম করণ করা
প্রত্যেক পিতা মাতার দায়িত্ব। নাম করণের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছেলে বা
মেয়ে শিশু সন্তানের নাম যাতে সুন্দর ও অর্থবহ হয়। ইসলাম ধর্মের অনুসারী মুসলিম সম্প্রদায়
তাদের সন্তানের নামকরণের ক্ষেত্রে ইসলামী নাম বা আরবী অর্থবহ নাম রাখতে পছন্দ করে।